সিকোয়েন্স

সঞ্চারী গোস্বামী


রাত ডুবছে, রাত ভাসছে কালো
খুব নমিন্যাল স্বপ্ন এসে
চিটিংবাজি থামিয়ে দিয়ে গেল।
স্লিভ্লেস্ টপ্ – গলায় জমা কথা
শীতের হাওয়া জড়িয়ে গায়ে
পা ফেলছে হঠাৎ নীরবতা।
ভিড় হচ্ছে, থেমে যাচ্ছে ট্রেন
আলতো হাতে প্রাণটি ধরে
অমুকদিদি অফিসে চললেন।
কাজ পেন্ডিং – বসের কাছে ঝাড়
কেবল ঝড়ে দুলে উঠছে
তমুকবাবুর সাজানো সংসার।
এদিক ওদিক তাকিয়ে নিয়ে ঠিক
আজব পাগল চিবিয়ে নিচ্ছে
নর্দমাসীন খাবার ও প্লাস্টিক।
শহর চালাক শিরায়-উপশিরায়
কায়দা করে কানটি মলে
লাভ রাখছে পথের দোকানীরা।
বিধাতাদের অনেক বাগান-বাড়ি
এসব দেখে মুচকি হেসে
মন দিচ্ছে অন্য পথে পাড়ি।।

*******

লেখকের সম্পর্কে জানতে এই পাতায় আসুন

1 comments: